মাস্কের দাম বেশি নেয়ায় গুলশানে দুই ফার্মেসি সিলগালা

|

গতকাল রবিবার দেশে করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্তের পর থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হচ্ছে। দাম নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার রাজধানীর গুলশানে বিশেষ অভিযানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বেশি দামে বিক্রির দায়ে দুই ফার্মেসি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হলো- আল নূর ফার্মেসি ও সাফাবি ফার্মেসি। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে আল মদিনা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কুমিল্লা, ময়মনসিংহ, বগুড়া, লক্ষ্মীপুরে বেশি দাম রাখায় কয়েকটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply