খালেদা জিয়ার ‘সাময়িক মুক্তি’র আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার ‘সাময়িক মুক্তি’র আবেদন করেছেন। মতামতের জন্য সেটি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। বিকেলে আগারগাঁও পাসপোর্ট ভবনে ‘হজ সেবা বুথ’ উদ্বোধনের পর এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার জামিনের বিষয়টি বিচার বিভাগীয় ব্যবস্থার মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে। পরে হজ সেবা বুথ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply