৩০ লাখ টাকায় মেয়েকে হত্যার অনুমতি দেন বাবা!

|

প্রতিপক্ষকে ফাঁসাতে ২য় শ্রেণি পড়ুয়া নিজ মেয়ে ইলমাকে হত্যায় সহযোগিতা করে বাবা আব্দুল মোতালিব। মাত্র ৩০ লাখ টাকার জন্য মেয়েকে হত্যার অনুমতি দেয়া বাবা। আর এই হত্যার সাথে ছিল ইলমার দুলাভাই বাবুল ও ফুফাতো ভাই মাসুম।

দীর্ঘ ৫ বছর পর নরসিংদীর চাঞ্চল্যকর শিশু ইলমা হত্যা মামলার রহস্য উন্মোচন করে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ফুফাতো ভাই মাসুমকে গ্রেফতারের পর দুপুরে সিআইডি কার্যালয়ে এসব তথ্য জানান ডিআইজি ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, নরসিংদীর বাহেরচর দুর্গম এলাকায় শাহজাহান ভুইয়া ও সাবেক মেম্বার বাচ্চুর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘ দিনের। বাচ্চু মেম্বারকে ফাঁসাতে শাহজাহান ইলমার বাবাকে ৩০ লাখ টাকা দেন মেয়েকে হত্যার জন্য। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২৭ মার্চ বাড়ির পাশের ধান ক্ষেতে ইট দিয়ে থেতলে বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইলমাকে হত্যা করা হয়। এ ঘটনায় বাবা-মাসহ ৫ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

হত্যাকাণ্ডের প্রধান আসামি মাসুম মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছেন। মাসুম ইলমার ফুপাতো ভাই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply