মুজিববর্ষে মানবিক কারণে খালেদা জিয়ার দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ এ আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান ও জাতিসংঘ মানবাধিকার সনদ অনুযায়ী একজন বয়স্ক ও অসুস্থ নারী হিসেবে খালেদা জিয়ার জামিন পাওয়ার অধিকার রয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় ২০ জনের দণ্ড মওকুফ করা হয়েছে। এসব বিবেচনা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিলে দেশের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি হবে।
এসব যুক্তি তুলে ধরে সংবিধানের প্রস্তাবনা ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী তিনি এ আবেদন করেছেন। আবেদনের কপিটি আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।
Leave a reply