সাভার পৌর সভার মেয়র হাজী আব্দুল গণির নিজ বাসার গ্রিল কেটে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাটিকে চুরির ঘটনা বললেও মেয়রের দাবি এটি তাকে পরিকল্পিত হত্যার চেষ্টা।
সোমবার গভীর রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় পৌর মেয়রের নিজ বাসায় এই ঘটনা ঘটে।
সাভার পৌর মেয়র আব্দুল গণি জানান, পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করেন মেয়র। গতকাল রাতে ঢাকা থেকে দেরি করে ফিরে তার শয়নকক্ষে না গিয়ে পাশের আরেকটি কক্ষে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। এরপর রাতে কোন এক সময় জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা।
এসময় দুর্বৃত্তরা ১০-১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লক্ষাধিক টাকা লুট করে বাইরে থেকে সব কক্ষের সিটকিনি আটকে পালিয়ে যায়।
তবে পৌর মেয়রের দাবি, চুরি কিংবা ডাকাতির উদ্দেশ্য নয় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতিকারীদের আটকের দাবি জানান তিনি।
Leave a reply