বরিশাল ব্যুরো
বরিশালে বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় নগরীর বিভিন্ন মার্কেটে অভিযানে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এসময় সাধারণ মানুষ অভিযোগ করেন, করোনা ভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা মাস্কের দাম বাড়িয়েছে দিয়েছে। ২০/৩০ টাকা মূল্যের মাস্ক ১শ’ থেকে দেড়শ’ টাকায় বিক্রি করছে। এর প্রেক্ষিতে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণ পায় জেলা প্রশাসনের কর্মকর্তারা।
করোনা ভাইরাস নিয়ে চলমান পরিস্থিতিকে পুঁজি করে বেশি দামে মাস্ক বিক্রি করার অপরাধে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাজী মো. মহসীন মার্কেটের ১টি দোকানে ২০ হাজার, জেলা পরিষদমার্কেটের ১টি দোকানে ৫ হাজার এবং ফলপট্টি এলাকার ২টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ৩৫ হাজার টাকা নগদ আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
Leave a reply