স্টাফ রিপোর্টার, যশোর
দীর্ঘ ৮ মাস নষ্ট থাকার পরে আজ সকাল থেকে বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্টের থার্মাল স্ক্যানার মেশিনটি পুনরায় সচল হয়েছে। যেসব বিদেশী যাত্রী বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন তাদেরকে অতিদ্রুত স্বাস্থ্য পরীক্ষা যাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আবদুল্লাহ আল-মামুন জানান, বেনাপোল ইমিগ্রেশনের থার্মাল স্ক্যানারের মনিটরটি দীর্ঘ দিন নষ্ট ছিলো। আজ থেকে পুনরায় সচল হয়েছে। পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এখন থেকে থার্মাল স্কানার দিয়ে করা হবে। এছাড়া আমদানী রফতানি গেট ও রেলওয়ে স্টেশনে হ্যান্ড থার্মাল দিয়ে পাসপোর্ট যাত্রী ও ভারতীয় ট্রাক চালক ও হেল্পারদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
Leave a reply