‘কমান্ডো’ নিয়ে মাঠে নামলেন দেব-মিতু

|

বাংলাদেশী সিনেমায় প্রথমবারের মত অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। কলকাতায় আজ শুরু হয়েছে ‘কমান্ডো’ সিনেমাটির শুটিং। শাপলা মিডিয়ার ব্যানারে সিনেমাটিতে দেবের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জাহারা মিতু।

প্রথমবারের মত বায়রাদেশী সিনেমায় অভিনয় প্রসঙ্গে দেব বলেন, ‘বাংলাদেশের সিনেমায় এবারই প্রথম কাজ করছি। নিঃসন্দেহে ভালো লাগছে। ভালোভাবে কাজটা করতে চাই। আর আপনাদের ভালোবাসা ও প্রার্থনা সেটা সব সময়ই চাই।’

সিনেমাটি নিয়ে শাপলা মিডিয়া জানায়, আগামি ১৯ মার্চ পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে। ২২ মার্চ থেকে শুরু হবে শুটিংয়ের বাংলাদেশ পর্ব। ‘কমান্ডো’র পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। দেব-মিতু ছাড়াও কমান্ডোতে দেখা যাবে মাজনুন মিজান, ফজলুর রহমান বাবু, শিবা শানুকে।

শাপলা মিডিয়া আরও জানায়, আগামী ঈদুল আযহাতে সিনেমাটি মুক্তি দেয়া হবে। এর আগেই পোস্ট প্রোডাকশনের সকল কাজ গুছিয়ে ফেলার আশা ব্যাক্ত করে প্রযোজনা প্রতিষ্ঠানটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply