মিটফোর্ডে র‍্যাবের অভিযানে ৫ কোটি টাকা নকল ওষুধ ও নিম্ন মানের মাস্ক জব্দ

|

রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যমানের নকল ওষুধ ও নিম্ন মানের মাস্ক জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে মিটফোর্ড এলাকার ঢাকা মেডিসিন মার্কেটের ৮টি গোডাউনে অভিযান চালায় র‍্যাব। গত সোমবার এক অভিযানে সিলগালা করা দু’টি গোডাউনের তালা ভেঙে মালামাল সরিয়ে নেয়ার অভিযোগও পাওয়া যায়। এ ঘটনায় বাবুল নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, নিয়ম নীতির তোয়াক্কা না করেই নামি-দামি বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল, নিম্নমানের ও আমদানি নিষিদ্ধ ওষুধ মজুদ করা হয়েছিলো। বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে গোডাউন মালিকদের বিরুদ্ধে। এসব ওষুধ সেবনে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কথা জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply