দুর্যোগের সময় যেসব ব্যবসায়ীরা বেশি মুনাফা করছে তাদের কে গণদুশমন বলে মন্তব্য করেছেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সকালে ধানমন্ডিতে ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকার ব্যবস্থা নিচ্ছে কিন্তু বিএনপি অহেতুক সরকারের সমালোচনা করছে। এসময় তিনি ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভেদাভেদ ভুলে বিএনপিকে পাশে থাকার আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, করোনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনকল্যাণে মুজিববর্ষের অনুষ্ঠান সীমিত করেছেন। ১৪ দলও সিদ্ধান্ত নিয়েছে মুজিববর্ষের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হবে। সভায় জানানো হয়, ১৭ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু ভবনে মোমবাতি প্রজ্জলন করা হবে।
Leave a reply