করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যাহিক সমাবেশ (অ্যাসেম্বলি) বন্ধের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এক বিবৃতিতে অধিদপ্তর জানায়, করোনাভাইরাস সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য যে সকল অনুষ্ঠানে জনসমাগম হয় সে অনুষ্ঠানসমুহ আয়োজনের সূচি পূনর্বিন্যাস করে পরবর্তীতে আয়োজনের নির্দেশ দেয়া হলো।
এছাড়া পুনরাদেশ না দেয় পর্যন্ত প্রাত্যাহিক সমাবেশ (অ্যাসেম্বলি) শ্রেণীকক্ষগুলোতে আয়োজন করতে হবে। সেখানেই জাতীয় সংগীত গাওয়াসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।
Leave a reply