ছুটি প্রত্যাহার চেয়ে মাহবুবুল হকের নোটিশ

|

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল হক ভুইয়ার বাধ্যতামুলক ছুটির সিদ্ধান্ত প্রত্যাহার এবং ১২ ঘন্টার মধ্যে তা জানাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মাহবুবুল হক ভূঁইয়ার পক্ষে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এই নোটিশ পাঠিয়েছেন।

উল্লেখ্য গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগে মাহবুবুল হক ভূঁইয়াকে এক মাসের ছুটিতে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ওই ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply