Site icon Jamuna Television

১৪ মার্চ থেকে কলকাতা-দিল্লির সব ফ্লাইট বাতিল করল বিমান

করোনা মোকাবেলায় আগামি ১৪ মার্চ থেকে কলকাতা-দিল্লি রুটের সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তবে দিল্লিতে কোন যাত্রী থাকলে ১৫ মার্চ একটি ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে বলেও জানান মোকাব্বির।

এছাড়া ১৭ই মার্চ থেকে ঢাকা-কলকাতা-চেন্নাই ফ্লাইটের রুট বাতিলের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় পর্যটক ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বিজ্ঞপ্তিতে তারা জানায়, ১৫ এপ্রিল পর্যন্ত সকল পর্যটক ভিসা বাতিল করা হয়েছে।

Exit mobile version