Site icon Jamuna Television

করোনাভাইরাস: স্থগিত হতে পারে অলিম্পিক আসর

করোনা ভাইরাসের কারণে এবার স্থগিত হয়ে যেতে পারে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস ২০২০। চলতি বছরের জুলাই-আগস্টে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা অলিম্পিকের এবারের আসরের।

কিন্তু ২ বছর পিছিয়ে আসরটি চলে যেতে পারে আগামী ২০২২ সালের জুলাই-আগস্টে। এমন ইঙ্গিত দিয়েছেন টোকিও অলিম্পিক আয়োজক কমিটির সদস্য হারুয়িকি তাকাহাশি।

তাকাহাশি জানান, বিশাল অঙ্কে বিক্রি করা হয়েছে গেমসের স্বম্প্রচার স্বত্ত্ব। তাই গেমস বাতিল করার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে আইওসি। তবে টোকিও অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি ইয়োশিরো মোরির দাবি, গেমস পেছানোর কোন সম্ভাবনাই নেই। ভুল তথ্য দেয়ায় ক্ষমা চেয়েছেন নাকি হারুয়িকি তাকাহাশি।

Exit mobile version