জনসমাগম এড়িয়ে মুজিববর্ষ উদযাপনের নির্দেশ জেলা প্রশাসকদের

|

জনসমাগম ও জনসমাবেশ এড়িয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী। আজ বিকেলে মাতৃভাষা ইনস্টিটিউটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমন নির্দেশ দেন তিনি।

এসময় তিনি বলেন, দেশে একজনও যেন গৃহহীন না থাকে সেই পরিকল্পনা নিয়ে প্রশাসন এগোচ্ছে। জনসমাগম এড়ানোর জন্য পুনর্বিন্যাস করা হয়েছে মুজিববর্ষের অনুষ্ঠান। জাতীয় প্রোগ্রামের আলোকে নির্দিষ্ট সময়ে দেশ ও দেশের বাইরে টেলিভিশনে অনুষ্ঠান দেখানো হবে। ১৭ মার্চ রাত ৮টায় আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে বলেও জানান কামাল আব্দুল নাসের চৌধুরী। ১৭ মার্চ দেশের বেশ কয়েকটি গ্রামের গৃহহীন, ভিক্ষুক, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ভূমি ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply