করোনাভাইরাসের কারণে স্থগিত হলো দেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমস। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জরুরি সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই বাংলাদেশ গেমসের নবম আসর স্থগিত করা হয়েছে।
আগামী ১-১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমসের। তবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে স্থগিত করা হয়েছে এ ইভেন্ট।
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন অনেক খেলাই তো স্থগিত করতে হচ্ছে। বাংলাদেশ গেমসে তো অনেক লোকসমাগম হবে। তাই এ সময়ে না করে পরে করলেই ভালো হবে। পরবর্তীতে কখন গেমস আয়োজন করা যাবে তা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেবে।
শুধু বাংলাদেশ গেমসই নয় করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২১ ও ২২ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার প্রীতি ম্যাচও স্থগিত করা হয়েছে।
Leave a reply