মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে দায়ের হওয়া মামলায় স্থায়ী জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ প্রত্যাহার করে নেন বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এএসএম আব্দুল মবীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ। একইসঙ্গে আগামী এপ্রিলে এ বিষয়ে জারি করা রুলের উপর শুনানি করা হবে বলে জানান আদালত। এর আগে সকালে একই বেঞ্চ খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে খালেদা জিয়া ৩০ লাখ শহীদদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেন। একই বছর নড়াইলের আদালতে মানহানির মামলাটি করেন নড়াইলের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম।
Leave a reply