করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে দেশজুড়ে বাড়ছে সেলফ কোয়ারেন্টাইন। তবে, তাদের অনেকেই অনুসরণ করছেন না নির্দেশনা। জেলা স্বাস্থ্য বিভাগের মনিটরিং নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
মানিকগঞ্জে বিদেশ ফেরত ১৬০ জন কোয়ারেন্টাইনে আছেন। এরমধ্যে নতুন ৫১ জন। কিশোরগঞ্জে নতুন ১৬ জনসহ মোট ৫৮ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। যাদের বেশিরভাগই ইতালি ফেরত।
এছাড়া যশোরে ৬, বগুড়ায় ৫, ঝালকাঠিতে ৪, নরসিংদীতে ৪, ফরিদপুরে ৩, জামালপুরে ৩ জন নিজ বাসায় পর্যবেক্ষণে আছেন। তথ্যগুলো নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনরা। আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী বিদেশ ফেরত সবাইকে অন্তত ১৪ দিন সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে।
Leave a reply