করোনাভাইরাসের মাঝেই বাড়ছে ডেঙ্গু রোগী

|

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মাঝেই এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে ঢাকার হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

এর আগে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন তিনজনসহ মোট পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। খবর ইউএনবির

চলতি বছর এখন পর্যন্ত ২৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ২৫০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত বছর দেশে ডেঙ্গুজ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এ সময়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৭৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়। তারা সব পর্যালোচনা করে ১৭৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply