রাজধানীর মিরপুর এলাকা থেকে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে সিমকার্ড, সিম ক্লোনিং ডিভাইসসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
আজ শুক্রবার সকালে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতার সোহেল ২০১৭ সাল হতে বিভিন্ন কৌশলে গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। মোবাইল ব্যাংকিং এর এজেন্টদের সহযোগিতায় সে এসব অপরাধ করতো বলে স্বীকার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজন প্রতারকের নাম ঠিকানা পাওয়া গেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলেও ব্রিফিংয়ে জানান র্যাব কর্মকর্তা লে. কর্ণেল রকিব হাসান।
Leave a reply