সারাবিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে দক্ষিণ এশিয়ায় করোনার প্রভাব বিস্তার রোধে করণীয় ঠিক করতে সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠকের প্রস্তাব করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক টুইট বার্তায় মোদি জানান, করোনাভাইরাস মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার উদ্দেশ্যে আমি সার্কভুক্ত দেশগুলোর নেতাদের আহ্বান জানাতে চাই। আমরা আমাদের নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা আমাদের করণীয় নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। আমরা একসাথে কাজ করার মাধ্যমে সারাবিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করতে পারি সেইসাথে একটি সুস্থ্য পৃথিবী গড়তে অবদান রাখতে পারি।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত।
Leave a reply