বললে তো বলবেন আতংকিত হবেন না: ফারুকী

|

বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কে দেশের আন্তর্জাতিক ফ্লাইট সমূহ সাময়িক সীমিত করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ প্রশ্ন তুলেন তিনি।

ফারুকী লিখেন- ‘বললে তো বলবেন আতংকিত হবেন না।
কিন্তু সারা দুনিয়া লক ডাউন কইরা নিজেদের রক্ষা করতেছে। আমেরিকা ইউরোপের সাথে সব ফ্লাইট বন্ধ করছে, দেশে দেশে স্কুল-কলেজ বন্ধ করতেছে, সবাইরে বাসায় বসে কাজ করতে বলতেছে, ফিল্ম ফেস্টিভ্যাল-মিউজিক ফেস্টিভ্যাল-বাস্কেটবল লীগ সব বন্ধ করা হইতেছে, এমনকি ইন্ডিয়া সব দেশ থেকে পর্যটক আসা নিষিদ্ধ করতেছে, আমাদের চিন্তাটা কী আসলে?
আমরা কি কয়টা দিনের জন্য আন্তর্জাতিক ফ্লাইটে নিয়ন্ত্রন আরোপ করতে পারি? বা আরো কিছু সেফটি মেজার নিতে পারি?
প্যানডেমিকের ক্ষেত্রে টাইমলি ডিসিশান কিন্তু ভাইরাস নিয়ন্ত্রণের চাবিকাঠি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply