আখাউড়ায় মাদকসহ পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা প্রহরী আটক

|

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ এক পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) আটক করেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলা আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আজমপুর বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদেরকে আটক করে। এসময় তাদের কাছে থাকা পরিচয় কার্ড পাওয়া যায়। বিজিবির হাতে আটককৃতদের মধ্যে পুলিশ কনস্টেবল আসাদুল্লাহ (৪২)। যার পুলিশ (বিপি নম্বর – ৭৮৯৭০৩০৬৮৮)। তিনি দক্ষিণ লালবাগ থানায় কর্মরত আছেন বলে বিজিবিকে জানায়। সে কিশোরগঞ্জের ভৈরবের আকবর নগর এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।

অন্যজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য সুমন বিশ্বাস (৩৬)। তিনি সিলেটের কদমতলী রেলওয়ে ফাঁড়িতে কর্মরত আছেন। সে নরসিংদী জেলার রায়পুর উপজেলার নারায়নপুরের গকূলনগর এলাকার বাসিন্দা হরিদাস বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির জানান, আখাউড়ার সীমান্তের আজমপুর বিওপির টহলরত জোয়ানরা শুক্রবার সাড়ে ৯ টার দিকে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একজন পুলিশ কনস্টেবল ও অন্যজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে আধা কেজি গাঁজাসহ আটক করে ক্যাম্পে নেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply