উন্নয়নের জন্য ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক প্রয়োজন: এনবিআর চেয়ারম্যান

|

ব্যবসায়ীদের সাথে এনবিআরেরর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেই উন্নয়ন সম্ভব হবে বলে মনে করে সদ্য নিয়োগপ্রাপ্ত এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের একথা বলেছেন তিনি।

ট্যাক্স আদায়ে কঠোরতা, অনেক সময়ই বিনিয়োগ এবং কর্মসংস্থানকে বাধাগ্রস্ত করে। জীবনযাত্রাকে গতিশীল রাখতে তাই এ ধরনের নেতিবাচক প্রবণতা থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি  রাজস্ব আহরণ বাড়াতে ট্যাক্স নেট বাড়ানোর কথা বলেন তিনি।

মোশাররফ হোসেন ভূঁইয়া এর আগে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস ১৯৮১ ব্যাচের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের একজন কর্মকর্তা হিসাবে কর্মজীবন শুরু করেন।

পরে বিভিন্ন সময়ে প্রতিরক্ষা, অর্থ বিভাগ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এবং বাণিজ্য, শিক্ষা, অর্থ ও শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের জুনে তিনি সিনিয়র সচিব হিসেবে অবসরোত্তর ছুটিতে যান।

যমুনা অনলাইন: এএস/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply