সৃজিতের সঙ্গে থাকতে ভারতীয় নাগরিকত্ব নেবেন মিথিলা?

|

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জিনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা ভারতীয় নাগরিকত্ব নেবেন কিনা প্রশ্ন করা হয়।

উত্তরে মিথিলা জানিয়েছেন, এসব অনেক জটিল বিষয়। তাই এসব নিয়ে পরে ভাববেন, আপাতত ঠিকঠাক ভিসা পেলেই হবে।

মিথিলার দেয়া সাক্ষাৎকারটি বৃহস্পতিবারই প্রকাশিত হয়। আর এরইমধ্যেই করোনার কারণে ভারতে যাওয়ার সব ধরনের ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করেছে মোদি সরকার।

মিথিলা বলেন, আমার আর সৃজিতের একসঙ্গে থাকার পরিকল্পনা রয়েছে। তবে ভারতীয় নাগরিকত্ব খুবই জটিল একটি বিষয়। তাই এখনই ভাবতে চাই না। ১১-১২ বছর সময় লেগে যাবে হয়তো। অনেক আইনি জটিলতা।

‘ভবিষ্যতে দেখা যাবে। তাছাড়া নাগরিকত্ব আদৌ বদলাবো কিনা সিদ্ধান্তও নিইনি। আপাতত ঠিকভাবে ভিসা পেলেই হবে।’
সাক্ষাৎকারে ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রশ্ন করা হয় মিথিলাকে।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া নিয়ে একটা বিতর্ক রয়েছে। আমি শুধু এটুকুই বলব–ধর্মের ভিত্তিতে কিছুই হওয়া ঠিক নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply