প্যারাগুয়ের জেলহাজতে থাকা রোনালদিনহোকে মুক্ত করার জন্য আইনজীবী নিয়োগ করেছেন লিওনেল মেসি। রোনালদিনহোকে মুক্ত করতে প্রায় ৪ মিলিয়ন ইউরো খরচ করবেন তিনি।
গত সপ্তাহে জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করেন রোনালদিনহো ও তার ভাই রবার্তো অ্যাসিস। সেখানে প্রতারণার জন্য পুলিশ গ্রেপ্তার করে তাদের। ৩৯ বছর বয়সী ব্রাজিলের এ সাবেক ফুটবলার জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্রের কারণে এখন জেলহাজতেও রয়েছে। তার এ দুঃসময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসি।
ফুটবল মাঠের জাদুকর মেসির সঙ্গে ব্রাজিলিয়ান রোনালদিনহো পাশাপাশি খেলেছেন প্রায় এক যুগেরও বেশি সময় আগে। তবে এখনো দুজনের সম্পর্কে কোনো অবনতি ঘটেনি, দুঃসময়ে রোনালদিনহোর পাশে দাঁড়িয়ে সেটিই যেনো প্রমাণ করলেন মেসি।
Leave a reply