করোনাভাইরাস: বিনামূল্যে পরীক্ষা ও পূর্ণ বেতনে ছুটি মঞ্জুরের বিল পাস

|

যুক্তরাষ্ট্রে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা ও আক্রান্ত ব্যক্তিকে পূর্ণ বেতনে ছুটি মঞ্জুর সংক্রান্ত একটি বিল পাস হয়েছে কংগ্রেসে। শনিবার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ৩৬৩-৪০ ভোটে পাস হয় বিলটি।

ব্যবসায়ীদের জন্য কর মওকুফসহ বিশেষ প্রণোদনার কথাও বলা হয়েছে বিলটিতে। এছাড়া কোয়ারেন্টাইনে থাকা কিংবা পরিবারের দেখভালের উদ্দেশ্যে ৩ মাস পর্যন্ত ছুটি পাবেন কর্মীরা। ভাইরাস বিস্তার ঠেকানোর পদক্ষেপ হিসেবে বিলের পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আগামি সপ্তাহে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে তোলা হবে বিলটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply