দেশের নতুন করে আরও দুইজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের একজন ইতালি ও একজন জার্মানি ফেরত বাংলাদেশি। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।
আজ শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। এসময় করোনা শঙ্কায় থাকা সকলকে ‘হোম কোয়ারেন্টাইন’ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।
এর আগে, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়। এদের ২জন পুরুষ ও একজন নারী। পুরুষ ২জন ইতালি থেকে দেশে ফিরেছিলেন। তারা এখন সুস্থ আছেন। এদের মধ্যে একজন ইতিমধ্যে বাড়ি ফিরেছেন।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া করোনায় বেশি আক্রান্ত ইউরোপের দেশগুলো থেকে ফ্লাইট আসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধুমাত্র যুক্তরাজ্যে বিমান চলাচলা করবে। শনিবার এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের সব স্থলবন্দরও বন্ধ থাকবে।
Leave a reply