লক্ষীপুরে ওমান প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

|

?????????????????????????????????????????????????????????

লক্ষীপুর প্রতিনিধি:
লক্ষীপুরে সদরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওমান ফেরৎ এক ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রবিবার সকালে সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়ে তিনি বাড়ী ফিরেছেন বলে জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফফার।

সিভিল সার্জন আরও জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা সে জন্য তার থর্টচোয়াব (গলার ভিতরের অংশ) পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ডা. মো. আব্দুল গফফার জানান, গত ৪ তারিখে ওমান থেকে বাড়ি ফিরে শ্বাসকষ্ট ও গলায় ব্যাথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন জেলা সদরের এক ব্যাক্তি। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

এখন পর্যন্ত জেলার কোথাও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তবে আইসোলেশেন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে বলে জানান এ চিকিৎসা কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply