ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় মজনুকে আসামি করে চার্জশিট দাখিল

|

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মজনুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিচ্ছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘মেডিক্যাল টেস্ট, ডিএনএ টেস্ট ও তদন্তে মজনুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত।’

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলায় সড়কের পাশে মজনু তাকে ধরে নিয়ে জোরপূর্বক নির্যাতন করে। সেখান থেকে সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরদিন ৬ জানুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

এরপর, ৮ জানুয়ারি মজনুকে গ্রেফতার করে র‌্যাব। সে বর্তমানে কারাগারে। এঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মজনু। এছাড়া ভিকটিম শিক্ষার্থীও আদালতে জবানবন্দি দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply