করোনাভাইরাস: আগামীকাল থেকে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

|

করোনা সতর্কতায় আগামীকাল (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে।

সোমবার দুপুরে শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা বৈশ্বিক মহামারিতে রূপ নেয়ায় বাংলাদেশ সরকারও সর্তক অবস্থায় আছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ রাখতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এসময়, করোনা মোকাবেলায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply