মাগুরা প্রতিনিধি:
বহুল আলোচিত কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের অন্যতম হোতা আরডিসি নাজিম উদ্দিনকে চাকুরিচ্যুত করে একইসাথে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। এই দাবিতে তার সাবেক কর্মস্থল মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টায় মাগুরা মহম্মদপুর উপজেলা সদর বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচী পালন করে ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আশরাফুল আলম, বাদসা ফকির, বাকি বিল্লাহ, মেজবাহ উদ্দিন
প্রমূখ। এ সময় তারা দাবি করেন, নাজিম উদ্দিন মহম্মদপুরে এসিল্যান্ড থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ভাবে বিভিন্ন খাস জমি বন্দোবস্ত করা নিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ আদায়, ভ্রাম্যমান আদালতে জেল জরিমানার মাধ্যমে অসংখ্য নিরীহ মানুষকে নির্যাতন করেছে।
এই কারনে তার বিরুদ্ধে ঐ সময় আদালতে দুটি মামলা, মানববন্ধন এবং বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তার শাস্তিমূলক বদলি হয় কুড়িগ্রামে। নাজিম উদ্দিনের প্রত্যাহার চিঠির পর ক্ষুব্ধ মহম্মদপুরবাসী তাকে চাকুরীচ্যুত করার দাবিতে এই মানববন্ধন পালন করে।
Leave a reply