মুজিববর্ষ ধরেই প্রতিদিন তিন জনকে খাওয়াবেন বিপ্লব

|

স্টাফ রির্পোটার, নেত্রকোণা:
মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় নেত্রকোনার দুর্গাপুরে প্রতিদিন তিনজন ভিক্ষুক, ভবঘুরে অথবা পাগলকে এক বছর দুপুরের খাবার খাওয়াবেন বিপ্লব মজুমদার।

রোববার (১৫মার্চ) দুপুর থেকে এ কর্মসূচির শুরু করেন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির এই সদস্য।

বিপ্লব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ইতিহাস। তিনি সারা জীবন ক্ষুধার্ত মানুষের জন্য রাজনীতি করেছেন। তার সেই আদর্শ বুকে লালন করে আমি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় গরিব-দুঃখী মানুষকে একবছর প্রতিদিন আহার করানোর সিদ্ধান্ত নিয়েছি।

রাজনীতি ভোগের নয় ত্যাগের- বঙ্গবন্ধুর এই নীতি থেকে থেকে শিক্ষা নেয়ার জন্য এ কাজ শুরু করেছেন বলে তিনি উল্লেখ করেন।

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান (ভিপি লিটন) বলেন, অনেক নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে চলছে। বিপ্লব মজুমদার উপজেলা ছাত্রলীগের নেতা ছিলেন। আর্দশবান মূলধারার রাজনীতি করেন তিনি। তার এই কাজ দেখে নেতা কর্মীদের শিক্ষা নেয়া উচিত। আমরা তো রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। মানুষের জন্য তার এই মহৎ উদ্যোগ সফল হোক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply