সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। ৪৬টি ট্রাকে দুই দিনে প্রায় সাড়ে ৯শ’ টন পেঁয়াজ এসেছে। আমদানি শুরু হওয়ায় ইতোমধ্যে কর্মচঞ্চলতা ফিরেছে বন্দরে।
সংকটের অজুহাতে ভারত রফতানি বন্ধ করে দিলে গেল বছরের শেষ দিক থেকে অস্থির হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার। এবার ভারতে আশানুরূপ ফলন হওয়ায় আবারও রফতানি শুরু করে দেশটি। আমদানির কারণে দেশে কৃষক ক্ষতিগ্রস্ত হবেনা বলে মনে করেন আমদানিকারকরা।
বর্তমানে হিলিতে দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন আমদানি করা পেঁয়াজের দামও একই। এই দামে পেঁয়াজ কিনে তাদের লোকসান গুণতে হবে।
দীর্ঘদিন পর পেঁয়াজ আমদানির কারণে গতি ফিরেছে বন্দরে, কর্মব্যস্ত শ্রমকরা। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় রোজায় বাজার সহনীয় থাকবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। সেইসাথে রাজস্ব আয় বাড়বে বলেও মনে করেন এই কর্মকর্তা।
হিলি স্থল বন্দর দিয়ে এখন পর্যন্ত ২ হাজার ৩শ’ টন পেঁয়াজ আমদানির অনুমতি মিলেছে। আরো ২০ হাজার টন আমদানির অনুমতি চেয়েছেন ব্যবসায়ীরা।
Leave a reply