বাবরি মসজিদ রায়ের পুরস্কার পেলেন সাবেক ভারতীয় প্রধান বিচারপতি!

|

ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ- রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সোমবার তাকে মনোনীত করেন প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।

সরাসরি কোনও রাজনৈতিক দলে যোগ না দিয়ে, রঞ্জন গগৈর এ মনোনয়নকে অভূতপূর্ব আখ্যা দিচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। দীর্ঘ ১৫ মাস ভারতের প্রধান বিচারপতি থাকাকালে বির্তকিত অনেক মামলার রায় এবং নির্দেশনা দেন রঞ্জন গগৈ। ছিলেন ঐতিহাসিক ’বাবরি মসজিদ ও রাম মন্দির জমির মালিকানা’ বিষয়ক বেঞ্চেও।

মূলতঃ শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজ সেবায় অবদানের ভিত্তিতে এ মনোনয়ন দেয়া হয়।
সাধারণত এর ভিত্তিতেই খেলোয়াড় বা তারকারা এ পদটি পেয়ে থাকেন।

২৪৫ আসনের রাজ্যসভায় ২৩৩টির সদস্যরা আইনপ্রণেতাদের ভোটে নির্বাচিত হন। বাকিদের সাংবিধানিক ক্ষমতাবলে ছয় বছরের জন্য নির্বাচন করেন প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply