আখাউড়া প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে করোনাভাইরাসের সতর্কতা হিসেবে ভারত-বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে আগেই যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দু’দেশের সরকার।তবে ইতোমধ্যে যারা ভারত কিংবা বাংলাদেশে ভ্রমণ করছেন তারা নিজ দেশে ফিরে যেতে বা আসতে পারবেন।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সস্পাদক সফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বন্দর দিয়ে ভারতে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে আগেই চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। বুধবার সকাল থেকে পূনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা হারুনুর রশীদ জানান, ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বন্দরে আমদানি-রফতানি বন্ধের নোটিশ ব্যবসায়ীদের কাছ থেকে পেয়েছি। তবে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও অন্যসব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে তিনি জানিয়েছেন।
আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ বলেন, বন্দরের বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে করোনাভাইরাসের সতর্কতায় স্বাভাবিক যাত্রী পারাপার বন্ধ আছে। তবে ইতোমধ্যে যারা ভারত কিংবা বাংলাদেশে ভ্রমণ করছেন তারা নিজ দেশে ফিরে যেতে বা আসতে পারবেন।
Leave a reply