কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ না মানায় আরেক প্রবাসীকে জরিমানা

|

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ:
হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ অমান্য করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় আরেক প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছেন ইউএনও। তিনি ইরাক থেকে ফিরেছেন।

সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন আশরাফুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, করোনাভাইরাস সতর্কতায় সরকারের নির্দেশে বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মেনে বাড়ির বাইরে বের হওয়া ব্যক্তিদের প্রথমে সতর্ক করা হয়। তারপরও যারা এই নির্দেশ মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইরাক ফেরত ওই ব্যক্তি গত ৬ মার্চ দেশে ফিরেন। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। এ কারণে তাকে জরিমানা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply