স্টাফ করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ
মুন্সিগঞ্জের মোক্তারপুর এলাকার শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় সিমেন্ট বোঝাই ট্রালার ডুবে মাসুদ নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নেওয়াজ উদ্দিন । তিনি জানান, বালুবাহী বাল্কহেডের মাস্টার মাসুদ রানা ও সুখানী ইব্রাহিম খলিলসহ বাল্কহেডটি নৌ পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, সোমবার রাতে মেঘনা নদী থেকে পাচঁ হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে শীতলক্ষ্যা নদীর মুন্সিগঞ্জের মোক্তারপুর শাহ সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট কারখানার মাঝে শীতলক্ষ্যা নদীতে নোঙ্গর করে রাখে সিমেন্ট বোঝাই ট্রলারটি। সকাল সাড়ে আটটার দিকে ট্রলারটি নদী থেকে ছেড়ে যাবার সময় মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জগামী এমভি নানা-নাতি নামের একটি বালু বোঝাই বাল্কহেড সিমেন্ট বোঝাই ট্রালারটি উপরে তুলে দেয়। এতে সিমেন্ট বোঝাই ট্রলারটি নদীতে তলিয়ে যায়। এ সময় সিমেন্টে বোঝাই ট্রলারের ইঞ্জিনরুমে থাকা শ্রমিক মাসুদ বের হতে পারেনি। পরে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা তল্লাশি চালিয়ে মাসুদ (৩৫) নামের এক শ্রমিককে উদ্ধার করে। পরে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন। নিহত মাসুদ মুন্সিগঞ্জের টাঙ্গীবাড়ি দিঘিরপাড় এলাকায় বাড়ি।
এব্যাপারে মোক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ নেওয়াজ উদ্দিন জানান, নিহত মাসুদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a reply