পটুয়াখালী প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানসিক ভারসাম্যহীন রোগীদের নতুন পোশাক দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান ব্যক্তিগত উদ্যোগে ঘুরে ঘুরে এ সব পোশাক নিজ হাতে বিতরণ করেছেন।
জানা গেছে, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা সদরের বাহেরচর বাজার থেকে খালগোড়া বাজার পর্যন্ত গাড়ি নিয়ে মানসিক ভারসাম্যহীন রোগী খুঁজতে রাস্তাঘাট ঘুরেছিল ইউএনও মাশফাকুর রহমান। যেখানে ভারসাম্যহীন কাউকে পেয়েছেন, সেখানেই তাকে দোকানে নিয়ে নতুন পোশাক কিনে দিয়েছেন।
এভাবে অন্তত ১০-১২ জন ভারসাম্যহীনকে তিনি নতুন পোশাক দিয়েছেন। এই পোশাক পেয়ে খুশিতে আত্মহারা তাদের অনেকেই। ইউএনওর এ ব্যতিক্রম কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘রাস্তাঘাটে মানসিক ভারসাম্যহীন রোগীরা খুব অযত্নে-অবহেলায় ঘুরে বেড়ায়, তারাও এই সমাজেরই মানুষ। তাদেরও অধিকার আছে। তাদের পাশে এই সমাজের বিত্তবানরা সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারে। তাই এ কাজে অন্যদের উৎসাহিত করতে আমি এ কাজটি করেছি।’
Leave a reply