সবশেষ নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ভারত, দুই ম্যাচের টেস্ট সিরিজেও মগজধোলাই হয়।
বিদেশ সফরে ভারতের এমন বাজে পারফরম্যান্সের কারণে দলের পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলিরও কঠোর সমালোচনা হচ্ছে। সমালোচকরা ক্রিকেট মাঠে বিরাট কোহলির আগ্রাসী মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন।
তবে কোহলির হয়ে কথা বলছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) উপদেষ্টা কমিটির সদস্য মদনলাল।
মদনলাল বলেন, অতীতে বলা হতো ভারতীয়রা মোটেও আগ্রাসী নন। এখন আগ্রাসন দেখালেই প্রশ্ন করা হচ্ছে, কোহলি এত আগ্রাসী কেন? ওকে আগ্রাসন কমানোর কথা বলা হচ্ছে। আমি কিন্তু কোহলির আগ্রাসন পছন্দ করি। ওর মতো একজন ক্যাপ্টেনই আমাদের দরকার।
বিসিসিআইয়ের ক্রিকেট কমিটির এ উপদেষ্টা আরও বলেন, কোহলি এখন ফর্মে নেই। অনেকেই বলতে পারেন ওর আত্মবিশ্বাস পড়তির দিকে। নিউজিল্যান্ড সিরিজে ভারত বাজেভাবে হারলেও কোহলি এখনও বিশ্বের সেরা ব্যাটসম্যানই আছেন। আমার বিশ্বাস সে পরের সিরিজে ভালোভাবে কামব্যাক করবে।
Leave a reply