কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে রাখাইন শ্মশানে মিলেছে ৫০ হাজার পিস ইয়াবা। মঙ্গলবার ভোররাতে বিজিবি জওয়ানরা নাফ নদী সংলগ্ন চৌধুরী পাড়া রাখাইন শ্মশানে অভিযান চালিয়ে মাটির নীচে লুকিয়ে রাখা ইয়াবা গুলো উদ্ধার করেন। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সল হাসান খান (মঙ্গলবার রাত ৯টায়) জানান, মিয়ানমার থেকে পাচার করে আনা ইয়াবার একটি চালান রাখাইন শ্মশানে লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, জব্দ ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
Leave a reply