করোনায় প্রয়োজনে আন্ত:জেলা বাস সার্ভিস বন্ধ করা হবে: ওবায়দুল কাদের

|

ওবায়দুল কাদের -ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে আপাতত শাটডাউনের কোনো পরিকল্পনা নেই। প্রয়োজন হলে কিছু এলাকা শাটডাউন করা হবে। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী জানান, প্রয়োজন হলে আন্ত:জেলা বাস সার্ভিস বন্ধ করে দেয়া হবে। ব্রিফিং’য়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা শনাক্তের কিটস ও যন্ত্রপাতির কিছু ঘাটতি আছে; তবে সেটি পূরণের চেষ্টা করছে সরকার। প্রথমদিকে বিমানবন্দরে স্ক্রিনিংয়ে কিছুটা সমস্যা হলেও এখন সে সমস্যা নেই বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, করোনা সকলের অভিন্ন শত্রু, তাই সম্মিলিত প্রচেষ্টায় তা প্রতিরোধ করতে হবে। মুজিববর্ষের বর্ণাঢ্য আয়োজন স্বতঃস্ফূর্তভাবে পালন করায় দেশবাসীকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply