ডিএনসিসি উপ-নির্বাচন ২৬ ফেব্রুয়ারি

|

আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসাথে উত্তর ও দক্ষিণ সিটিতে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতেও একইদিন ভোটগ্রহণ হবে।

আজ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ।

সচিব আরও জানান, নির্বাচনে বিষয়ে বিস্তারিত তফসিল ৯ জানুয়ারি প্রকাশ করা হবে। ডিএনসিসিতে ইভিএম ব্যবহারের কোন সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

গত ৩০ নভেম্বর উত্তর সিটির মেয়র আনিসুল হক মারা যান। এরপর ৪ ডিসেম্বর ডিএনসিসির মেয়দ পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply