মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বুধবার নতুন করে আরো ৫১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে। এনিয়ে মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ৩৫৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের রাখা হলো।
মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা ছিল ৩২৭ জন। নতুন ৫১ জন যোগ হয়ে সংখ্যা দাঁড়ালো ৩৭৮ জনে। এর মধ্যে নির্ধারিত ১৪ দিন মেয়াদ শেষ হওয়ায় ১৯ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় এপর্যন্ত ৪৪০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ায় করোনাভাইরাসের উপসর্গ না দেখা দেওয়ায় গত চারদিনে ৮১ জনকে হোমকোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।
এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা কোন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপর্সগ পাওয়া যায়নি। তারা সবাই সুস্থ আছেন।
Leave a reply