করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
সকালে রাজধানী বেইলি রোড এলাকায় করোনা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে এ মন্তব্য করেন তিনি।
রিজভী অভিযোগ করেন, সরকার দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সরকার আগে থেকে পদক্ষেপ নিলে পরিস্থিতি এতটা ঘোলাটে হতো না। রিজভী বলেন, করোনা নিয়ে বিএনপি রাজনীতি করছে না; সরকারই বরং রাজনীতি করে অন্যের ওপর দায় চাপাচ্ছে। সচেতনতামূলক লিফলেট বিতরণে জাসাস-এর নেতাকর্মীরাও অংশ নেন।
Leave a reply