বান্দরবান প্রতিনিধি:
ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বান্দরবান সদর থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ বুধবার সকালে সংবাদ সন্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার এ তথ্য জানান। আটককৃতরা হল লাছিং ম্যা চাকমা (২৭), পিতা- অংম্রাছা চাকমা ও উক্যং চিং তঞ্চাঙ্গ্যা, স্বামী- কে উ চিং চাকমা। উভয়ের বাড়ি কক্সবাজারের উখিয়া থানার পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মোছার খোলা গ্রামে।
পুলিশ সুপার জানান, গতকাল অনুমানিক সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান বাসস্ট্যান্ড থেকে দুইজন মহিলাকে আটক করা হয়।
আটকের পরে তল্লাশী চালিয়ে তাদের পরনের কাপড়ে বিশেষ কায়দায় সেলাই করা পায়জামা থেকে ১৩টি প্যাকেট উদ্ধার করা হয় যার মধ্যে ২৬শ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য অনুমানিক ৭লক্ষ ৮০হাজার টাকা হবে বলে জানান এই কর্মকর্তা।
Leave a reply