ট্রানজিটের মাধ্যমেও কেউ ইউরোপ থেকে দেশে আসতে পারবে না

|

ফাইল ছবি

এখন থেকে ট্রানজিটের মাধ্যমেও কেউ ইউরোপ থেকে দেশে আসতে পারবেন না। সকালে ব্রিফিং’য়ে এ তথ্য জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল-আহসান।

তিনি বলেন, সরকারের সব ধরণের নির্দেশনা মানছে বিমানবন্দর কর্তৃপক্ষ। করোনা আক্রান্ত দেশে থেকে কেউ আসলে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিদেশে যারা আটকে পড়ে আছেন তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বিমানবন্দর কর্তৃপক্ষের কিছু করণীয় নেই। করোনা আতঙ্কে প্রায় ৫০ শতাংশ ফ্লাইট কমে গেছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply