‘সরকার সঠিক ব্যবস্থা নিয়েছে বলেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে’

|

সরকার সঠিক ব্যবস্থা নিয়েছে বলেই এখন পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ বিষয়ে রাজনীতি না করে জনগনের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

দুপুরে প্রেসক্লাবে নারী সাংবাদিক কেন্দ্রের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন তথ্য মন্ত্রী।আলোচনায় মন্ত্রী বলেন, করোনার মতো বিষয় নিয়ে বিএনপি শুধুই লোক দেখানো লিফলেট বিতরণ করছে। করোনা নিয়ে সারা বিশ্বই বর্তমানে আতঙ্কে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলো তারাই জাতির পিতার জন্মশত বার্ষিকীতে উৎসব করতে ব্যর্থ হয়েছে। মুজিব বর্ষের শেষে বিএনপি আরও দুর্বল হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply