বান্দরবানে এখনও পর্যটন স্পটগুলোতে ভীড়

|

বান্দরবান প্রতিনিধি:
করোনাভাইরাসের কারণে অন্য দুটি পার্বত্য জেলায় নিষেধাজ্ঞা থাকলেও বান্দরবানে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের এখনও অবাধে বিচরণ অব্যাহত রয়েছে।

আজ বুধবার অন্যান্য দিনের তুলনায় জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেছে। তবে জেলার বাইরে থেকে আগত পর্যটকদের মাধ্যমে বান্দরবানে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।

জানতে চাইলে পর্যটকরা জানান, তারা সরকারী নিষেধাজ্ঞার বিষয়টি জানেন না। স্কুল কলেজ বন্ধ থাকায় অবসর সময়টি তারা দেশের দর্শনীয় স্থানগুলো ভ্রমন করছেন। অনেক পর্যটকরা জানান, বান্দরবানে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এলাকা তাই এখানে পরিবেশও ভালো। ঢাকা, চট্টগ্রামের চেয়ে লোক সমাগম কম। তাই এখানে রোগ আক্রান্তের আশংকা খুই কম রয়েছে।

এদিকে করোনা আক্রান্ত কোন দেশের বিদেশী বা দেশী প্রবাসীদের আগমন ঘটছে কিনা তা নিশ্চিতে জন্য বান্দরবান প্রবেশের প্রধান সড়কের রেইছা চেকপোস্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি যানবাহণে তল্লাশী চালিয়ে যাচ্ছে।

একইসাথে করোনাভাইরাস সম্প‌র্কে সাধারণ মানুষ‌কে সচেতন কর‌তে বান্দরবান বাজা‌রের দোকা‌নে দোকা‌নে লিফলেট বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম। তিনি বলেন, বান্দরবানে বর্তমানে পর্যটকের আগমন অনেক কমে গেছে। প্রশাসন করোনাভাইরাস সম্পর্কে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। যদি পর্যটকদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর আশংকা থাকলে তখন নিয়ন্ত্রণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply