ডলারের বিপরীতে সর্বোচ্চ দরপতন ঘটলো ব্রিটিশ মুদ্রা- পাউন্ডের

|

গেলো ৩০ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ দরপতন ঘটলো ব্রিটিশ মুদ্রা- পাউন্ডের। বর্তমানে, পাউন্ডপ্রতি বিক্রয়মূল্য এক ডলার ১৫ সেন্ট।

বাজার বিশ্লেষকরা বলছেন, একদিনের ব্যবধাণে ৫ শতাংশ পর্যন্ত ঘটেছে দরপতন। বাজারের এই পরিস্থিতিতে কিভাবে যুক্তরাজ্য করোনাভাইরাস মোকাবেলায় নতুন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করবে- তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে, মার্কিন শেয়ার বাজারগুলোও অস্থিতিশীল।

বুধবার, ডাউ জোনস ৬ দশমিক ৩ শতাংশ এবং এসএন্ডপি এবং নাসদাক ৫ শতাংশের বেশি দরপতনের মধ্যে দিয়ে শেষ করে লেনদেন। এরমাঝেই, করোনা মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রিলিয়ন ডলারের বিল অনুমোদন করলো মার্কিন সিনেট। বিনামূল্যে ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা এবং আক্রান্ত ব্যক্তি-পরিবারের সহায়তায় খরচ হবে এই অর্থ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply